হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) দুই দিনে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা সীমান্তবর্তী দুর্গম এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে ৫টি পৃথক অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৮ লাখ ৬৮ হাজার ৭৫০ টাকা মূল্যের বিভিন্ন ধরণের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজ্ঞাপন
বিজিবি সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির অধীনস্ত চুনারুঘাট উপজেলার দুধপাতিল, গুইবিল ও সাতছড়ি বিওপি এবং শ্রীমঙ্গল উপজেলার কাকমারাছড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সকল অভিযানে ভারতীয় ফুসকা, মদ, গাঁজা, বাংলাদেশি রাবার এবং বাইসাইকেল আটক করা হয়।
![]()
চুনারুঘাট উপজেলার সাতছড়ি ও গুইবিল বিওপি- দু’টি পৃথক অভিযানে চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেন। যার বাজারমূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা।
শ্রীমঙ্গল উপজেলার কাকমারাছড়া বিওপি- সীমান্তবর্তী এলাকায় পরিচালিত দু’টি পৃথক অভিযানে বিজিবি সদস্যরা কৌশলগতভাবে রাস্তার পাশে অবস্থান নেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে গেলে বিজিবি অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় ফুসকা, বাংলাদেশি রাবার ও ৬টি বাইসাইকেল জব্দ করেন।
বিজ্ঞাপন
চুনারুঘাট উপজেলার দুধপাতিল বিওপি-সীমান্তবর্তী মজুমদার টিলা এলাকায় পরিচালিত নিয়মিত অভিযানে ভারতীয় ৪০ বোতল মদ জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে শ্রীমঙ্গল ও চুনারুঘাট থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।
সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সর্বোচ্চ সতর্কতা ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের আগ্রাসন থেকে দেশ ও সমাজকে রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সম্প্রতি আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য এবং চোরাচালানকৃত পণ্য জব্দ করতে সক্ষম হয়েছি।
উল্লেখ্য, মে মাসে পরিচালিত অভিযানে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) প্রায় ৫ কোটি ৭৭ লাখ ৭৭ হাজার ১৬০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য, মাদকদ্রব্য এবং যানবাহন জব্দ করেছে।
প্রতিনিধি/এসএস

