images

সারাদেশ

চাঁদপুরে বসতঘর থেকে বিজিএফের চাল উদ্ধার, ইউপি সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি

০২ জুন ২০২৫, ১২:৪৪ পিএম

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ইউপি সদস্যের বসতঘর থেকে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় ইউপি সদস্য মো. হুমায়ুন কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

রোববার (১ জুন) দিনগত রাত দেড়টার দিকে উপজেলা প্রশাসন ওই বাড়িতে অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন: কুমিল্লায় ২ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

সোমবার (২ জুন) সকালে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা এ বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দরিদ্রদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ১৬ বস্তা আতপ চাল স্থানীয় ইউপি সদস্য মো. হুমায়ুন কবির নিজ বাড়ির বসতঘরে মজুদ করেন। বিষয়টি ওই এলাকার লোকদের নজরে এলে তারা ইউএনওকে অবহিত করেন। তাৎক্ষণিক ইউএনও ঘটনাস্থলে গিয়ে চাল মজুদের সত্যতা পান এবং অভিযুক্তকে আটক করে মামলা রুজুর নির্দেশ দেন।

গ্রেফতার হওয়ার আগে হুমায়ুন কবির দাবি করেন, চালগুলো পরের দিন গ্রামবাসীর মধ্যে বিতরণের জন্য অস্থায়ীভাবে নিজ ঘরে রেখেছেন তিনি।

আরও পড়ুন: ঝিনাইদহে মোবাইল কোর্টে ৮ মামলা ও জরিমানা

এই বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সবুজ বলেন, চালগুলো জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা বলেন, ভিজিএফের চাল বাড়িতে মজুদ রাখার কোনো বিধান নেই। চাল বিতরণে অনিয়ম করায় অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ