শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুমিল্লায় ২ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

জেলা প্রতিনিধি, কুমিল্লা 
প্রকাশিত: ০২ জুন ২০২৫, ০৯:০১ এএম

শেয়ার করুন:

কুমিল্লায় ২ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে আদর্শ সদর উপজেলার সদর হাসপাতাল রোড এলাকায় অভিযান পরিচালিত হয়েছে।

রোববার (০১ জুন) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চলে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ঝিনাইদহে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন

অভিযানে “পদ্মা মেডিকেল সার্ভিসেস” নামক একটি ডায়াগনস্টিক সেন্টারে মূল্য তালিকার চেয়ে অধিক মূল্যে রোগীদের কাছ থেকে বিভিন্ন টেস্টের ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে “তাইফ মেডিকেল সার্ভিসেস”-এ সুনির্দিষ্ট তাপমাত্রায় রিএজেন্ট সংরক্ষণ না করা এবং প্রতিশ্রুতি অনুযায়ী মানসম্মত সেবা প্রদান না করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: ফরিদপুরে যুবদল নেতার ওপর হামলা, প্রতিবাদে দোকানপাট বন্ধ


বিজ্ঞাপন


সবমিলিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে সেবার মান বজায় রাখতে এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণা থেকে বিরত থাকতে নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

অভিযানে আরও উপস্থিত ছিলেন - অধিদপ্তরের অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি সহযোগী দল।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর