images

সারাদেশ

বিশ্বমঞ্চে চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাবের সাফল্য

জেলা প্রতিনিধি

০২ জুন ২০২৫, ০৯:৪০ এএম

চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাব জাতীয় পর্যায়ে এনে দিলো গৌরবের নতুন উজ্জ্বলতা। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত সপ্তম ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন (ডব্লিউআইসিই) ২০২৫ – বাংলাদেশ, জাতীয় রাউন্ডে অংশ নিয়ে ক্লাবের দু’টি দল অর্জন করেছে ছয়টি আন্তর্জাতিক পদক ও একটি বিশেষ সম্মাননা পুরস্কার।

রোববার (১ জুন) বিকেলে ক্লাব সদস্যদের শুভেচ্ছা জানাতে ক্লাবে উপস্থিত হন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি বিজয়ীদের মেডেল পরিয়ে দেন এবং অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। 

আরও পড়ুন: সবুজের মাঝে সফলতার স্বপ্ন

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, "তরুণদের এই অসাধারণ অর্জন আমাদের জেলার জন্য গর্বের বিষয়। প্রযুক্তি ও উদ্ভাবনে চুয়াডাঙ্গার সম্ভাবনা যে কতটা উজ্জ্বল, তা আজকের এই সাফল্যই প্রমাণ করে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় এই ধরনের সৃজনশীল কর্মকাণ্ডে সহযোগিতা থাকবে।"

সিনিয়র গ্রুপের “হেক্সাগার্ড রোভার” প্রকল্পে দলটি অর্জন করে তিনটি রৌপ্যপদক এবং একটি বিশেষ সম্মাননা “ড্রিমস অব বাংলাদেশ”। অন্যদিকে জুনিয়র গ্রুপের "এগ্রিরোবোটিক্স অ্যাডভান্স ফার্মিং সিস্টেম" প্রকল্প অর্জন করে তিনটি ব্রোঞ্জপদক।

আরও পড়ুন: আশ্রিতদের কপালে জোটেনি ভিজিএফ কার্ড

ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শরিফুল আলম মিল্টনের তত্ত্বাবধানে পরিচালিত এই ক্লাবের পরবর্তী লক্ষ্য মালয়েশিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক রাউন্ড – ডব্লিউআইসিই ২০২৫।

প্রতিনিধি/ এমইউ