শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সবুজের মাঝে সফলতার স্বপ্ন

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২৯ মে ২০২৫, ০২:৫৮ পিএম

শেয়ার করুন:

সবুজের মাঝে সফলতার স্বপ্ন

নিভৃত গ্রামাঞ্চলের কৃষক শ্রী জ্ঞান চন্দ্র রায় (৫০)। নানান ধরনের ফসল উৎপাদন করাই তার নেশা-পেশা। এরই অংশ হিসেবে এবার আবাদ করেছেন উন্নত জাতের পেঁপে। এখান থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা লাভের স্বপ্ন দেখছেন এই কৃষক।

সম্প্রতি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের কৃষি মাঠে দেখা গেছে- সবুজের সমারোহ। সেখানে দেখা গেছে প্রচুর কাঁচা-পাকা পেঁপে।


বিজ্ঞাপন


খোঁজ নিয়ে জানা যায়, রসুলপুর ইউনিয়নের সূর্য চন্দ্র রায়ের ছেলে জ্ঞান চন্দ্র রায় কৃষি ফসলের ওপর নির্ভরশীল। এবার অন্যান্য ফসলের পাশাপাশি উঁচু ভূমিতে রোপণ করেছেন উচ্চ ফলনশীল পেঁপে। তার দুই বিঘা এ জমিতে ৫৬০টি চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে নাশিক কিং জাতের ২৮০টি এবং রেড লেডি জাতের ২৮০টি চারা রোপণ করে গড়ে তুলেছেন পরিকল্পিত কৃষি প্রকল্প। ইতিমধ্যে পেঁপেগুলো বড় হতে শুরু করেছে। এর কিছু দিন পরই এই খেত থেকে বিক্রি উপযোগী পেঁপে সংগ্রহের সম্ভাবনা রয়েছে। এ ফলটির ফলনও হয়েছে বেশ ভালো। বর্তমানে জ্ঞান চন্দ্র রায়ের এই পেঁপে চাষ দেখে আশপাশের বেশকিছু কৃষক অবাক হয়েছেন। এ বিষয়টি ব্যাপক সাড়া ফেলছে এলাকাজুড়ে।

স্থানীয় আরেক কৃষক আবু তালেব সরকার বলেন, জ্ঞান চন্দ্র রায় দাদার পেঁপে চাষ দেখে খুবই মুগ্ধ হয়েছি। আগামী বছর আমি এই ফলের আবাদ করব। কৃষিকাজকে শুধু জীবিকা নয়, উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভরতার হাতিয়ার করে তুলেছেন জ্ঞান চন্দ্র।

কৃষি উদ্যোক্তা জ্ঞান চন্দ্র রায় জানান, তার দুই বিঘাতে সবমিলিয়ে দেড় লাখ টাকা খরচ হবে। বাজারে ভালো দাম থাকলে - প্রায় পাঁচ লাখ টাকার পেঁপে বিক্রি সম্ভব।

তিনি বলেন, যাদের ফসল উপযোগী জমি রয়েছে, সেসব পরিবারের যুবকেরা চাকরির পেছনে না ঘুরে স্মার্ট প্রযুক্তিতে কৃষি ফসল উৎপাদন করলে অনেকটা স্বাবলম্বী হবেন।


বিজ্ঞাপন


স্থানীয় এটিবি ইয়ুথ ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পারভেজ মিয়া বলেন, এই পেঁপে আবাদের জন্য জ্ঞান চন্দ্র রায় দাদাকে প্রায়ই উৎসাহিত করেছি। এখন তিনি অনেকটা লাভবান হবেন। আমরা চাই এলাকার তরুণরা কৃষিতে উদ্যোক্তা হয়ে প্রতিষ্ঠিত হোক ।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, পরিকল্পিত পেঁপে চাষ অত্যন্ত লাভজনক। জ্ঞান চন্দ্র রায়কে লাভবান করতে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। এছাড়া তাকে অনুকরণ করতে অন্যান্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর