images

সারাদেশ

ঝিনাইদহে মোবাইল কোর্টে ৮ মামলা ও জরিমানা

জেলা প্রতিনিধি

০২ জুন ২০২৫, ০৮:২৯ এএম

ঝিনাইদহে মোবাইল কোর্ট ও যৌথ অভিযান পরিচালিত হয়েছে। 

রোববার (১ জুন) বিকেলে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে জেলা প্রশাসন ও বিআরটিএ-এর যৌথ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় আটটি মামলা এবং ১১ হাজার ৮০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

আরও পড়ুন: ময়মনসিংহে ৬৪ বস্তা ভিজিএফের চাল উদ্ধার

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. শাদমান-উল আলম।

আরও পড়ুন: কুমিল্লায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে শিয়ালের মাংস

 ভ্রাম্যমাণ আদালতে আরও উপস্থিত ছিলেন - ঝিনাইদহ বিআরটিএ-এর মোটরযান পরিদর্শক এস.এম. সবুজ হোসাইন এবং ঝিনাইদহ জেলা পুলিশের সদস্যরা। ওই সময় মহাসড়কে চলাচলকারী যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই ও বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার তালিকা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

প্রতিনিধি/ এমইউ