জেলা প্রতিনিধি
০২ জুন ২০২৫, ০৭:৩৯ এএম
সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে প্রশান্ত (১৪) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাস্থান গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
নিহত প্রশান্ত একই গ্রামের হিরন বসাকের ছেলে। সে স্থানীয় সোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় ইউপি সদস্য বুলন চন্দ্র বসাক বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে বাড়ির পাশের একটি জমিতে ধান কাটার কাজ করছিল প্রশান্ত। এসময় হালকা বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে প্রশান্ত। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, বজ্রপাতের মৃত্যুর বিষয়টি শুনেছি।
নিহত ছাত্রের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, পরিবারটির পাশে দাঁড়াতে প্রাথমিক সহায়তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকেও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস