বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দিনাজপুরে বজ্রপাতে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি,  দিনাজপুর
প্রকাশিত: ০২ জুন ২০২৫, ০৭:২৮ এএম

শেয়ার করুন:

Lightning Strike

দিনাজপুরের হিলিতে বজ্রপাতে তাছলিমা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে আরও একজন।

রোববার ( জুন) সন্ধ্যায় উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের খাটিয়াচড়া এলাকায় ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত তানজিলা বেগম (৪৫) ওই গ্রামের মৃত শহিদুল ইসলামের স্ত্রী। এছাড়া আহত আবু রাহাদ সরকার (২৩) হলেন একই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হোসেন।

আরও পড়ুন

স্ত্রীর মৃত্যুর পর লাশ ফেলে পালালেন স্বামী ও শাশুড়ি

নিহত আহতদের পরিবার জানায়, আজ বাড়ির পাশে মাঠ থেকে গরু আনতে যায় তাছলিমা বেগম এসময় বজ্রপাতে তিনি সেখানেই মারা যান। অন্যদিকে একই গ্রামের আবু রাহাদ বাড়ির আঙ্গিনায় পাওয়ার টিলার ঢাকতে গেলে বজ্রপাতে তিনি সেখানে আহত হোন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তিনি চিকিৎসাধীন আছেন।


বিজ্ঞাপন


হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হোসেন বলেন,বজ্রপাতে এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনায় আরো একজন আহত হয়েছে। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর