জেলা প্রতিনিধি
০১ জুন ২০২৫, ০১:৫৩ পিএম
'দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে' এ শ্লোগানে ঝিনাইদহে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।
রোববার (১ জুন) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে ৬৪ বস্তা ভিজিএফের চাল উদ্ধার
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিশু একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এস এম আতিকুজ্জামানসহ খামারিরা বক্তব্য রাখেন।
আরও পড়ুন: কুমিল্লায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে শিয়ালের মাংস
ওই সময় বক্তারা সুস্থ প্রজন্ম গড়তে নিয়মিত দুধ পানের অভ্যাস গড়ার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিত এবং দুগ্ধ শিল্পের টেকসই উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
প্রতিনিধি/ এমইউ