images

সারাদেশ

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করা হলো না জাপান প্রবাসীর

জেলা প্রতিনিধি

০১ জুন ২০২৫, ১২:৪০ পিএম

দিনাজপুরের ফুলবাড়িতে পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়িতে এসে সড়ক দুর্ঘটনায় মঞ্জু আলম (৫৫) নামে এক জাপান প্রবাসীর মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ মে) রাত ৮টার দিকে ফুলবাড়ী-রংপুর আঞ্চলিক মহাসড়কের মহেশপুর গোল চত্বর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: তেঁতুলিয়ায় ট্রাক্টরের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নিহত জাপান প্রবাসী মঞ্জু আলম ফুলবাড়ী পৌর এলাকার কাঁটাবাড়ী মহল্লার মৃত আব্দুল খালেক মোড়লের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল চালক অভি (২২) আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মতিয়ার রহমান।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত মঞ্জু আলম সপ্তাহখানেক আগে জাপান থেকে পরিবারের সঙ্গে ঈদ করতে দেশে আসেন। বাড়ির নির্মাণ কাজের জন্য টাইলস কিনতে তিনি মোটরসাইকেলযোগে স্থানীয় এক প্রতিবেশী যুবকের সঙ্গে পার্শ্ববর্তী সৈয়দপুরে যান। কাজ শেষে সৈয়দপুর থেকে বাড়ি ফেরার পথে পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের বড়পুকুরিয়া কয়লাখনি সংলগ্ন মহেশপুর গোল চত্বর এলাকায় পোঁছালে একই দিক থেকে আসা একটি ট্যাঙ্কলরি (তেলবাহী ট্রাক) সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলের চালক অভি ও আরোহী মঞ্জু আলম ছিটকে পড়ে যান সড়কে। 

আরও পড়ুন: দৌলতপুরে বসতঘরে মালবাহী ট্রাক, ২ নারী আহত 

এ সময় বাইকের চালক অভি সড়কের বাম পাশে পড়ে গেলে সামান্য আঘাতপ্রাপ্ত হন। অন্যদিকে ডান পাশে ছিটকে পড়ে ট্রাকের চাপায় প্রবাসী মঞ্জু আলম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ঘাতক লরিটি দ্রুতগতিতে পালিয়ে যায়। এদিকে ওই প্রবাসীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) পুলিশ পরিদর্শক মতিয়ার রহমান জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্যাঙ্কলরিটি আটকের চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

প্রতিনিধি/ এমইউ