রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তেঁতুলিয়ায় ট্রাক্টরের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০১ জুন ২০২৫, ০৯:৩৬ এএম

শেয়ার করুন:

তেঁতুলিয়ায় ট্রাক্টরের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাক্টরের চাপায় হাসান (২৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন মোটরসাইকেলটির চালক।

শনিবার (৩১ মে) বিকেলে জেলার তেঁতুলিয়ার ভজনপুর ইউনিয়নের গোলাব্দিগছ গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করা হলো না জাপান প্রবাসীর

নিহত হাসান তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে। আহত সিয়াম (১৫) একই গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিয়াম মোটরবাইকে করে হাসানকে নিয়ে ভজনপুর থেকে গোলাব্দিগছ গ্রামে গিয়ে রাস্তায় মোড় নেওয়ার সময় বালুবাহী একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে তাদের। এ সময় রাস্তায় পড়ে গেলে ট্রাক্টরটি চাপা দেয় হাসানকে। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: দৌলতপুরে বসতঘরে মালবাহী ট্রাক, ২ নারী আহত 


বিজ্ঞাপন


তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি - তদন্ত) নজির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহায়তায় ঘটনার পর পরই ট্রাক্টরটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর