images

সারাদেশ

পশুর হাটে ক্রয়-বিক্রয়ে অতিরিক্ত ফি আদায়, পঞ্চগড়ে ইজারাদারকে জরিমানা

জেলা প্রতিনিধি

০১ জুন ২০২৫, ০৯:০৩ এএম

পঞ্চগড়ের বোদা উপজেলায় পশু ক্রয় বিক্রয়ে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে ইজারাদারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩১ মে) বিকেলে বোদা পৌরসভার নগর কুমারী পশুর হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম ফূয়াদ।

_20250531_185007

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্পের কমান্ডার লে. জাহিদ আল মাসুদ, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিনসহ বোদা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বোদা পৌরসভার নগরকুমারী পশুর হাটে পশু ক্রয় বিক্রয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ হতে সরকারি ফি দিয়ে পশু বিক্রির অনুমতি নেয়ার নিয়ম। তবে তা কোনো পশু বিক্রেতারই নেই। যে কারণে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। এ সুযোগে পশু ক্রয় বিক্রয়ে ইজারাদার নিজেই বাড়তি ২০০ টাকা আদায় করছেন।

আরও পড়ুন

গোবিন্দগঞ্জে স্কুলমাঠে পশুর হাট উচ্ছেদ করল প্রশাসন

এমন কিছু অভিযোগের ভিত্তিতে বোদা সেনা ক্যাম্পের কমান্ডার লে. জাহিদ আল মাসুদের নেতৃত্ব পশুর হাটে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। পরে তালিকা করে প্রায় ৫০ জনের অভিযোগ শোনা হয়। এতে ইজারাদারের বিরুদ্ধে বাড়তি ফি আদায়ের অভিযোগের সত্যতা মেলে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বোদা নগরকুমারী পশুর হাট ইজারাদার শাহানারা বেগমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম ফূয়াদ। এসময় হাট ইজারাদারের পক্ষে ভ্রাম্যমাণ আদালতে নগদ অর্থ প্রদান করেন ইজারাদারের কর্মীরা। একইসাথে ইজারাদারকে বাড়তি ফি আদায়ের ব্যাপারে সতর্ক করা হয়।

_20250531_184950

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম ফূয়াদ বলেন, বোদা পৌরসভার নগরকুমারী পশুর হাটে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও থানা পুলিশ সহ অভিযান পরিচালনা করা হয়। পরে অভিযোগের সত্যতা মেলায় হাট ইজারাদারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একইসাথে ইজারাদারকে সতর্ক করা হয়েছে বাড়তি ফি আদায়ের বিষয়ে। আগামীতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস