গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কলমাঠে অবৈধভাবে বসানো অস্থায়ী দু’টি কোরবানির পশুর হাটে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় যৌথ বাহিনীর সহযোগিতায় হাটগুলো বন্ধ করে দেওয়া হয়।
শনিবার (৩১ মে) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা ও গাইবান্ধার সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার আসিফ বিশ্বাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করে হাট দু’টিতে বন্ধ করে দেন। এতে খেলাধুলার জন্য মাঠ দু’টি উন্মুক্ত করে দেওয়া হয়।
বিজ্ঞাপন
উপজেলার রাজাবিরাট উচ্চ বিদ্যালয় ও মাহমুদবাগ উচ্চ বিদ্যালয় মাঠে এই হাট বসিয়ে কতিপয় ব্যক্তি অবৈধভাবে টোল আদায় করছিলেন।
এ ষিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, হাটবাজার নীতিমালা বাইরে অবৈধভাবে পশুর হাট বসানো হয়েছিল। জেলা প্রশাসনের কোনো অনুমতি না থাকায় যৌথবাহিনীর সহযোগিতায় হাট দু’টি উচ্ছেদ করা হয়।
প্রতিনিধি/এসএস

