জেলা প্রতিনিধি
০১ জুন ২০২৫, ০৮:৫৭ এএম
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ও সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।
শনিবার (৩১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ভারত থেকে দেশে ফেরার সময় স্ত্রী-সন্তানসহ তাকে আটক করা হয়।
আরও পড়ুন: রিমান্ড শেষে ফুরফুরে মেজাজে মমতাজ, আদালতে এলেন গোলাপি জুতা পরে
বিকাশ কুমার ঘোষ (৫০) ঝিনাইদহ সদর উপজেলার খর্দ গ্রামের বাসিন্দা। তিনি বিমল কুমার ঘোষের ছেলে।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ মে বিকাশ কুমার ঘোষ তার স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে ভারতের উদ্দেশে দেশত্যাগ করেন। ১৭ দিন পর শনিবার তারা দর্শনা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরার সময় ইমিগ্রেশন কার্যক্রম চলাকালে পুলিশ তাকে শনাক্ত করে আটক করে। পরে তাদেরকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: কণ্ঠশিল্পী মমতাজের ৬ দিনের রিমান্ড
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, আটক বিকাশ কুমার ঘোষের বিরুদ্ধে ঝিনাইদহসহ দেশের অন্য কোনো থানায় মামলা রয়েছে কিনা, তা যাচাই-বাছাই করা হচ্ছে। মামলা থাকলে সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/ এমইউ