images

সারাদেশ

চট্টগ্রামে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে ২ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক

৩১ মে ২০২৫, ১১:১৬ এএম

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন।

শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের মাজার গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ফকিরহাটে পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। নিহতদের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি। 

দুর্ঘটনায় আহতরা হলেন - আলমগীর (২৮) ও কৃষ্ণ দাশ (২৯)। তাদের বাড়ি বাঁশখালী উপজেলায়। আহত ও নিহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: ৮ ঘণ্টা পর জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁশখালীর চাম্বল থেকে চট্টগ্রাম শহরমুখী একটি সিএনজি অটোরিকশা মাজার গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাঁশখালীমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছেন স্থানীয়রা।

আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, গুরুতর আহত দু‘জনকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ