সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৮ ঘণ্টা পর জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ৩০ মে ২০২৫, ০১:১২ পিএম

শেয়ার করুন:

৮ ঘণ্টা পর জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

জামালপুর-ময়মনসিংহে রুটে ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে।

শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ৬টার দিকে ট্রেনটি জামালপুরের তারাকান্দির উদ্দেশে ছেড়ে গেছে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: লাউয়াছড়ায় গাছের সঙ্গে ট্রেনের ধাক্কা

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের বেগুনবাড়ি স্টেশনের আউটার এলাকায় আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, রাতে ময়মনসিংহের বেগুনবাড়ি স্টেশনের আউটার এলাকায় ঝড়-বৃষ্টিতে একটি বড় কড়ই গাছ রেল লাইনে উপড়ে পড়ে। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী জামালপুরগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটি ধাক্কা দিয়ে গাছটি সরিয়ে ফেলে। 

আরও পড়ুন: ফকিরহাটে পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত


বিজ্ঞাপন


এতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এ ঘটনায় জামালপুর-ময়মনসিংহে রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকর্মীরা ট্রেনের বিকল্প ইঞ্জিন নিয়ে আসে।

তিনি আরও বলেন, এ ঘটনায় যাত্রীদের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। সকাল সাড়ে ৬টার দিকে বিকল্প ইঞ্জিন লাগানো হলে ট্রেনটি তারাকান্দির উদ্দেশে ছেড়ে যায়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর