জেলা প্রতিনিধি
৩০ মে ২০২৫, ০২:১০ পিএম
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন রেমা বিওপির দায়িত্বপূর্ণ চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকার কালেঙ্গার ডেবরাবাড়ি নামক স্থান দিয়ে রাতের বেলায় ২২ জন নাগরিককে পুশইন করেছে বিএসএফ।
শুক্রবার (৩০ মে) সকালে এ সংবাদ পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেছে।
আরও পড়ুন: সীমান্তে ককটেল ফাটিয়ে ফিরে গেল বিএসএফ
প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানা যায় যে তারা সবাই বাংলাদেশি নাগরিক। এর মধ্যে পুরুষ ৯ জন, নারী আটজন ও পাঁচ শিশু রয়েছে। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।
আটকরা হলেন - কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ গ্রামের জোহর আলী (৮০), মো. আরিফ (১৯), মো. আসাদুল (৩০), মোছা. আছিয়া বেগম (৬০), মন্ডলগড়া গ্রামের মো. আশরাফুল (৩৫), মোছা. জাহানারা (৩০), মোছা. কাকলী (১০), মোছা. আশরাফী (৬), মো. আমিনুল ইসলাম (৩৫), উলিপুর উপজেলার স্বাধীরগ্রামের মোছা. আফরোজা (২৪), ফুলবাড়ী উপজেলার শ্যামপুর গ্রামের মো. আঃ হামিদ (৪২), মোছা. রেহানা বেগম (৪০), মো. সুজন (২২), মোছা. হাসি খাতুন (১৮), মোছা. পারভীন বেগম (২১), মো. শাহিনুর (৩), মো. হাসানুর (৭), কাশিপুর গ্রামের মো. নজরুল ইসলাম (৫০), মোছা. ফাতেমা বেগম (৪৭), মো. ইমরান হোসেন (২৩), মোছা. সাবিনা (২০), মো. ইসমাইল হোসেন (২)।
আরও পড়ুন: বিজিবি-জনতার বাধায় সীমান্তে ৩৮ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ
দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
তিনি বলেন, রাতের বেলায় ২২ জন নাগরিককে পুশইন করেছে বিএসএফ। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, এর আগে ২৬ মে ১৮ জন নারী-পুরুষ ও শিশুকে পুশইন করেছিল বিএসএফ।
প্রতিনিধি/ এমইউ