রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সীমান্তে ককটেল ফাটিয়ে ফিরে গেল বিএসএফ

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশিত: ২৯ মে ২০২৫, ০৮:২৯ এএম

শেয়ার করুন:

সীমান্তে ককটেল ফাটিয়ে ফিরে গেল বিএসএফ

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে কিছু সংখ্যক লোকজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসীর বাধায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাদের ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

বুধবার (২৮ মে) রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চান্দারচর সীমান্তে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, বুধবার রাত ১০টার দিকে উপজেলা সদর ইউনিয়নের চান্দারচর এলাকার আন্তর্জাতিক সীমানা ১০৬৪ পিলারে কাছে গেট খুলে ৮-১০ জন লোককে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ।

এ সময় টহলরত বিজিবি সদস্যরা ও এলাকাবাসী বাধা ও চিৎকার করলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই লোকজনদের নিয়ে ফিরে যায় বিএসএফ। এ ঘটনায় সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।  তবে এ ঘটনার বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানায় টহলরত বিজিবি সদস্যরা।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর