images

সারাদেশ

সেনাবাহিনীর অভিযানে ১৬ হাজার কেজি সরকারি চালসহ আটক ৮

জেলা প্রতিনিধি

৩০ মে ২০২৫, ১০:১১ এএম

সিরাজগঞ্জের সদর ও রায়গঞ্জ উপজেলায় যৌথবাহিনীর দু’টি পৃথক অভিযানে ১৬ হাজার কেজি সরকারি চালসহ আটজন আটক হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ মে) রাত ৮টার দিকে অভিযান চালিয়ে সেগুলো জব্দ করা হয়। চালগুলো সরকার হতদরিদ্রদের জন্য বরাদ্দ করেছিল।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বস্তা কেনায় দুর্নীতি: ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সিরাজগঞ্জ সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত ডিলারদের মাধ্যমে ন্যায্য মূল্যের চাল হতদরিদ্রদের মাঝে সরবরাহ করা হয়। কিন্তু কিছু অসাধু ডিলাররা এসব চাল চড়া দামে অবৈধভাবে স্থানীয় মিলার অথবা বাইরে বিক্রি করেন।

এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জের নিমগাছি আর্মি ক্যাম্প থেকে পৃথক দু’টি অভিযানে চালানো হয়। এতে সিরাজগঞ্জ সদরের মালশাপাড়া নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিল থেকে আনুমানিক ১০ টন (৫০০ বস্তা) চাল জব্দ ও গুদাম মালিককে আটক করা হয়।

আরও পড়ুন: সবুজের মাঝে সফলতার স্বপ্ন

অন্যদিকে রায়গঞ্জ উপজেলার চিরামপুর এলাকায় অভিযান চালিয়ে ছয় টন (৬ হাজার কেজি) সরকারি চাল জব্দ ও গুদামে থাকা সাতজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

আটক ব্যক্তিরা হলেন- মাহফুজ হোসেন (২৫), শাকিল হোসেন (২৮), রাজু সেখ (২৫), শরিফ হোসেন (৩৫), আলমগীর হোসেন (৩৬), জাকির হোসেন (৩২) ও সাইফুল ইসলাম (৩৫)।

এ সময় সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু, উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ সেনা অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির বলেন, জেলার বিভিন্ন স্থানে গোপনে মজুত করে রাখা সরকারি ন্যায্য মূল্যের চাল উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এমইউ