images

সারাদেশ

স্কুল মাঠে গরু-ছাগলের হাট, শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ

জেলা প্রতিনিধি

২৭ মে ২০২৫, ১১:০৭ এএম

বগুড়ার শিবগঞ্জে স্কুল মাঠে গরু-ছাগলের হাট বসায় খেলাধুলা বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের। শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহে দুইদিন গরু-ছাগলের হাট বসানো হয় স্থানীয়ভাবে।

বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং বুড়িগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাত শতাধিক শিক্ষার্থীদের খেলাধুলার জন্য একমাত্র মাঠে বছরের পর বছর ধরে গরু-ছাগলের হাট বসানো হচ্ছে।

স্থানীয়রা বলছেন, বুড়িগঞ্জ হাটের জায়গা কম হওয়ায় অনেক বছর আগে থেকেই স্কুল মাঠেই গরু ছাগলের হাট বসানো হয়।

আর জেলা শিক্ষা অফিসার বলেছেন সরকারি পরিপত্র অনুযায়ী হাট কেন বাদামের দোকানও বসানো যাবে না।

1000030595

সপ্তাহের সোমবার এবং শুক্রবার হাট বারে বিভিন্ন এলাকা থেকে গরু-ছাগল বিক্রি করতে আনা হয় স্কুল মাঠে। সেই থেকে মাঠে প্রবেশ করে গবাদি পশু পরিবহনের জন্য বিভিন্ন যানবাহন। শুক্রবার সরকারি ছুটি হলেও সোমবার স্কুলে পাঠদান চলাকালে গরু-ছাগলের হাট বসায় নানা বিড়ম্বনায় পড়তে শিক্ষার্থীদেরকে। শুধু তাই নয় গরু-ছাগলের মলমূত্র আর বৃষ্টির পানিতে মাঠে খেলাধুলা করা তো দূরের কথা হেঁটে যাতায়াত করার মতো পরিবেশ নেই।

আরও পড়ুন

পঞ্চগড়ে চালের বিনিময়ে টাকা আদায়, ১১ ইউপি সদস্য আটক

স্থানীয়রা জানান, যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের নেতারাই হাট নিয়ন্ত্রণ করেন। হাটের জায়গা কম হওয়ায় স্কুল মাঠে গরু-ছাগলের হাট বসানো হলেও কেউ প্রতিবাদ করার সাহস পান না। গরু ছাগলের হাটকে স্থায়ী রূপ দেয়ার জন্য কয়েক বছর আগে বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয় ভবনের সামনে নিরাপত্তা অনেক উঁচু প্রাচীর নির্মাণ করা হয়েছে। এতে করে স্কুল থেকে মাঠ আলাদা করে ফেলা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বুড়িগঞ্জ উচ্চবিদ্যালয় এবং বুড়িগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, সোমবার গরু-ছাগলের হাট চলাকালে  শিক্ষার্থীদের নিয়ে আতঙ্কে থাকতে হয়। হাটে বিক্রি করতে আনা গরু ছুটে গিয়ে শ্রেণি কক্ষে প্রবেশ করার ঘটনাও ঘটেছে।

1000030594

বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান বলেন, আমি চাকরিতে যোগদানের পর থেকেই স্কুল মাঠে গরু-ছাগলের হাট দেখে আসছি। তবে গত কয়েক বছর স্কুল মাঠ থেকে গরু-ছাগলের হাট স্থানান্তর করা হয়েছিল। গতবছর কোরবানি ঈদের আগে স্কুল মাঠে হাট ছিল না। এবার আবার হাট বসানো হয়েছে। তিনি আরও বলেন, স্কুল মাঠে হাট বসানোর কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বর্ষাকালে মাঠ কাঁদা পানিতে ভরপুর হয়ে থাকে। গবাদিপশুর সঙ্গে যানবাহন প্রবেশ করায় মাঠের মাঝখানে নিচু হয়ে পানি জমে থাকে। যার কারণে মাঠে খেলাধুলা করার পরিবেশ নাই।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান  বলেন, আমি নতুন এসেছি। স্কুল মাঠে গরু-ছাগলের হাটের বিষয়টি আমার জানা নেই।

জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ বলেন, সরকারি পরিপত্র অনুযায়ী স্কুল মাঠে হাট-বাজার দোকান পাট বসানো নিষিদ্ধ। বুড়িগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে গরু-ছাগলের হাট বাসানো বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস