জেলা প্রতিনিধি
২৪ মে ২০২৫, ০২:১৩ পিএম
রাজশাহীর বাগমারায় গরুবাহী ভুটভুটি উল্টে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দু’জন।
শনিবার (২৪ মে) সকালে উপজেলার তাহেরপুর পৌরসভার বাছিয়াপাড়া বৃন্দাবনতলা কালীবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: বরগুনায় গাছচাপায় এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহতের নাম সাজেদুল ইসলাম (৩৫)। তিনি জেলার দুর্গাপুর উপজেলার গোপালপুর গ্রামের মো. মোকছেদ আলীর ছেলে।
আহতরা হলেন — একই গ্রামের মো. সাইফুল ইসলাম (৩৪) ও বাগমারার কাজীপুর গ্রামের আব্দুল কুদ্দুস (৩২)।
আরও পড়ুন: ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
প্রত্যক্ষদর্শীরা জানান, সাজেদুল, সাইফুল ও আব্দুল কুদ্দুস কোরবানির গরু বিক্রির জন্য নিজ নিজ এলাকা থেকে একটি ভুটভুটি গাড়িতে করে বগুড়ার ধাপেরহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কালীবাড়ি মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইটভাঙা ট্রলিকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ভুটভুটি গাড়িটি উল্টে যায়। এতে সাজেদুল ইসলাম গাড়ির নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাহেরপুর রয়েল ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত আব্দুল কুদ্দুসকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া সাইফুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে গাড়িতে থাকা দু’টি গরুর ক্ষতি হয়নি।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার পর ভুটভুটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। নিহত যুবকের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য বলা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হবে।
প্রতিনিধি/ এমইউ