হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৩ মে) বিকেলে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
গুরুতর আহত টেটাবিদ্ধ আমির আলী, বাবুল মিয়া ও তামিম মিয়াসহ কয়েকজনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে সংঘর্ষে আহত ৪
সেখান থেকে আমির আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানান, ওই গ্রামের সাহাবুদ্দিনের ছেলে আমির আলী ও সাত্তার মিয়ার ছেলের মধ্যে ফুটবল খেলার সময় ঝগড়া হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও মুরুব্বিরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: পোস্টার লাগানোকে কেন্দ্র করে হামলায় নিহত ১, আহত ৬
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এ বিষয়ে অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
প্রতিনিধি/ এমইউ

