জেলা প্রতিনিধি
২৩ মে ২০২৫, ১১:৫৬ এএম
মাদকমুক্ত সমাজ গড়তে ঝালকাঠিতে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
শুক্রবার (২৩ মে) সকাল ১০টায় শহরের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু।
আরও পড়ুন: বিদেশে পালানোর সময় বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা আটক
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন - জেলা ক্রীড়া কর্মকর্তা নরেশ চন্দ্র গাইন, তারুলী বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম রাসেল, জেলা যুবদলের আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, যুগ্ম-আহবায়ক এনামুল হক সাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান, সিনিয়র যুগ্ম-আহবায়ক হেদায়েতুল ইসলাম সোহেল।
আরও পড়ুন: পলাতক ছোট মনিরের নির্দেশে মিছিল, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৪
বক্তারা বলেন, ‘এ দেশের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনেক অবদান রয়েছে। বর্তমানে যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়েছে। মাদকমুক্ত দেশ গড়তে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’-এর আয়োজন করা হয়েছে।
তারুলী বয়েজ ক্লাবের আয়োজনে এ টুর্নামেন্টে ১২টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় অরবিট ক্রিকেট একাডেমি বরিশাল ও ইন্সপ্যায়ার ক্রিকেট ক্লাব অংশ নেয়। খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ এমইউ