জেলা প্রতিনিধি
২১ মে ২০২৫, ১১:১৩ এএম
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমানের একটি বাচ্চা গাড়ির চাপায় মারা গেছে।
মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। বন বিভাগ মৃত বাচ্চাটি উদ্ধার করে নিয়ে গেছে।
আরও পড়ুন: সাপের কামড়ে আট বছরের শিশুর মৃত্যু
এ দিন বিকেলে জাতীয় উদ্যানের অভ্যন্তরে পুরাতন মহাসড়কে মা হনুমানটি বাচ্চা নিয়ে সড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাচ্চাটি মারা যায় এবং মা হনুমানটি আহত হয়।
এ ঘটনায় হতবাক মা হনুমানটি তাৎক্ষণিকভাবে মৃত বাচ্চার সামনে বসে পড়ে। এ সময় এ সড়ক দিয়ে আসা ফজলুল কবির নামে এক পথচারী দেখতে পান হনুমানটি মাঝ সড়কের মধ্যে বাচ্চার সামনে বসে আছে। তিনি তাৎক্ষণিকভাবে তার মোবাইলে ভিডিও করে তার আইডি থেকে পোস্ট করলে সবার নজরে আসে বিষয়টি।
খবর পেয়ে সাতছড়ি জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদ ঘটনাস্থলে এসে মৃত বাচ্চাটি উদ্ধার করে নিয়ে যান।
আরও পড়ুন: চকরিয়ায় বন্য হাতির আক্রমণে ২ নির্মাণ শ্রমিক আহত
তিনি জানান, বাচ্চাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে উদ্যানে গর্ত করে পুঁতে রাখা হবে। এ সময় তিনি এ সড়কে চলাচলকারী সবাইকে আরও সচেতন হয়ে যানবাহন চালানোর আহ্বান জানান।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল ক্ষোভ প্রকাশ করে বলেন, ৬ মাস আগেও যানবাহনের নিচে চাপা পড়ে হনুমান মারা গিয়েছিল। এভাবে চলতে দেওয়া যায় না। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, সাতছড়ি জাতীয় উদ্যানে মাত্র কয়েক জোড়া বিপন্ন হনুমান টিকে আছে। এভাবে একের পর এক হনুমান মারা গেলে সাতছড়ি থেকে বিলীন হয়ে যাবে এ প্রাণীটি।
প্রতিনিধি/ এমইউ