শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাপের কামড়ে আট বছরের শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ 
প্রকাশিত: ১৫ মে ২০২৫, ০৭:৪৭ এএম

শেয়ার করুন:

সাপের কামড়ে আট বছরের শিশুর মৃত্যু

হবিগঞ্জ পৌরসভার উমেদনগর বান্দেরবাড়ি এলাকায় সাপের কামড়ে তাসমিন আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (১৪ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সাহাবউদ্দিন শাহিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত শিশুটি ওই এলাকার ফজল শাহের মেয়ে এবং উমেদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় নিজ বাড়িতে মোবাইল ফোনে খেলছিল তাসনিম। এ সময় একটি বিষাক্ত সাপ তার পায়ে কামড় দিলে পরিবারের লোকজন আক্রান্ত স্থান কাপড় দিয়ে বেঁধে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটি মারা যায়। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর