images

সারাদেশ

দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে খাবারে ৯০ গ্রাম মাংসের স্থলে ৫০ গ্রাম

জেলা প্রতিনিধি

২০ মে ২০২৫, ০৮:০৮ এএম

ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুষ ছাড়া সেবা না পাওয়া ও রোগীদের ওষুধ প্রদানে অনিয়মসহ অসংখ্য অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৯ মে) দুপুরে দুর্নীতি দমন কমিশন নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিদ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

67e624253d13851ecf4f369ab9b17295

দুদকের সহকারী পরিচালক মো. জাহিদ হোসেন বলেন, ঘুষ প্রদান ছাড়া সেবা না পাওয়া, রোগীদের ওষুধ প্রদানে অনিয়ম, হাসপাতালে পর্যাপ্ত ওষুধ থাকলেও বিনামূল্যে তা প্রদান না করা, ল্যাব টেস্টে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, অ্যাম্বুলেন্সে যাতায়াতের ক্ষেত্রে রোগীদের থেকে অতিরিক্ত টাকা আদায়, ভর্তি রোগীদের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ ওষুধ প্রদান না করা, ল্যাব টেস্টের পুরো টাকা সরকারি খাতে জমা দিয়ে আত্মসাৎ করা, নিম্নমানের খাবার সরবরাহের পাশাপাশি চার্ট অনুযায়ী কম খাবার সরবরাহ করা, সপ্তাহে একদিন খাসির মাংস দেওয়ার কথা থাকলেও তা না দেওয়াসহ অসংখ্য অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

images_(1)

আরও পড়ুন

অ্যাম্বুলেন্সের অভাবে পথেই ১০ মাসের শিশুর মৃত্যু, দায় কার?

তিনি বলেন, খাবারের চার্ট অনুযায়ী প্রতিজন রোগীর যে পরিমাণ খাবার পাওয়ার কথা, সে পরিমাণ খাবার সরবরাহ করা হচ্ছে না। মোট ৯০ গ্রাম মুরগির মাংস দেওয়ার কথা থাকলেও রান্নাঘরে পাওয়া গেছে মাত্র ৫০ গ্রাম এবং সেই সঙ্গে ডালও ছিল বাসি। এছাড়া ল্যাব টেস্ট ও অ্যাম্বুলেন্সে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়ায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনকে অবগত করা হবে।

image-337187

দুদকের অভিযোগের বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহরাব আল হোসাইন বলেন, দুদকের কাছ থেকে কিছু অভিযোগ পেয়েছি। সেগুলো তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস