images

সারাদেশ

সড়ক ছাড়াই অর্ধকোটি টাকার সেতু নির্মাণ, দুদকের অভিযান

জেলা প্রতিনিধি

১৮ মে ২০২৫, ০৯:০৩ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় সড়ক ছাড়াই একটি ছোট নালার ওপর নির্মিত হচ্ছে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে একটি সেতু। বিষয়টি গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৮ মে) দুপুরে ঘটনাস্থলে অভিযান চালান দুদকের সম্মিলিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আজমির শরীফ মারজী।

তিনি সরে জমিনে সেতুটির নির্মাণস্থলে গিয়ে ব্যবহৃত নির্মাণসামগ্রীর (পাথর, বালি, সিমেন্ট, রড) নমুনা সংগ্রহ করেন। পাশাপাশি সেতুর মাপ, ডিজাইন ও গুণগত মান যাচাইয়ের জন্য প্রাথমিক তদন্ত চালানো হয়। পরবর্তীতে তিনি তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রকল্পের নথিপত্র পর্যালোচনা করেন।

thumbnail_VideoCapture_20250518-191237

এ সময় আরও উপস্থিত ছিলেন- দুদকের পঞ্চগড় ও ঠাকুরগাঁও সম্মিলিত কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন, কনস্টেবল আব্দুস সামাদ ও শামীম হোসেন এবং উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী আল আমিন।

দুদকের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষাগারে নমুনাগুলোর ফলাফল পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

জয়পুরহাটে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে ২০০ ফুট রাস্তা ভরাট

স্থানীয় সূত্রে জানা গেছে, তেঁতুলিয়া উপজেলার মণ্ডলপাড়া গ্রামের কবরস্থান সংলগ্ন হাকিমপুর-দগরবাড়ী থেকে বয়ে যাওয়া একটি ছোট নালার উপর ২০২৩-২৪ অর্থবছরের ‘গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু নির্মাণথ প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪৩ লাখ ৩৬ হাজার ২২ টাকা, যা বাস্তবায়ন করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়।

thumbnail_VideoCapture_20250518-191315

স্থানীয়রা অভিযোগ করেছেন, যেখানে কোনো সংযোগ সড়ক নেই, সেখানে সেতু নির্মাণ অপ্রয়োজনীয় এবং সরকারের অর্থের অপচয়। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রকল্পের যথাযথ বাস্তবায়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতেই তদন্ত চলছে।

দুদকের সম্মিলিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আজমির শরীফ মারজী বলেন, বিষয়টি গণমাধ্যমে প্রচার ও অভিযোগের প্রেক্ষিতে আমরা সরেজমিনে তদন্ত করতে এসেছি। আমরা বিভিন্ন নমুনা এবং বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেছি।

প্রতিনিধি/এসএস