images

সারাদেশ

বিদেশে পালানোর সময় বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা আটক

জেলা প্রতিনিধি

১৬ মে ২০২৫, ১২:৩১ পিএম

শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সরদারকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) রাত ২টার দিকে শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

আরও পড়ুন: বরিশাল জেলা শ্রমিক লীগ সভাপতি ও যুবলীগ নেতা গ্রেফতার

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম এ বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে আব্দুল আউয়াল পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে বিদেশে চলে যেতে চেয়েছিলেন তিনি। 

আরও পড়ুন: আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

কিন্তু, বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এখন আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়ালকে গোসাইরহাট থানায় আনা হবে।

প্রতিনিধি/ এমইউ