images

সারাদেশ

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশি নির্মাণ শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি

১৬ মে ২০২৫, ১২:০২ পিএম

মালয়েশিয়ায় ভবনের তৃতীয় তলা থেকে পড়ে তাহির মিয়া (৩৫) নামে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহত তাহির মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কালিসিড়ি গ্রামের মনসুর আহমেদের (ননা মিয়া) ছেলে।

 বাংলাদেশি সহকর্মীরা তার মরদেহ দেশে পাঠানোর চেষ্টা করছেন। চার মাস আগে খালাতো বোনকে ভিডিও কলে বিয়ে করে সম্প্রতি তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন।

বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, নিহত প্রবাসীর পরিবার সরকারি সহযোগিতা চাইলে আমরা সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত আছি। বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

সাপের কামড়ে আট বছরের শিশুর মৃত্যু

এর আগে বুধবার (১৪ মে) বাংলাদেশ সময় বিকেল ৪টায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বহুতল ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় নিচে পড়ে ওই যুবকের মৃত্যু হয়।

স্বজনদের বরাতে চুনারুঘাট কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তা মতিউর রহমান বলেন, ভবনে নির্মাণ কাজ করার সময় অসাবধানতাবশত পা ফসকে নিচে পড়ে যান তাহির মিয়া। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, তাহির প্রায় পাঁচ বছর ধরে মালয়েশিয়ায় কাজ করছেন। ভিসা জটিলতার কারণে দেশে ফিরতে পারছিলেন না। তাই চার মাস আগে পারিবারিক সিদ্ধান্তে তার খালাতো বোনকে ভিডিও কলে বিয়ে করেছেন এবং সম্প্রতি দেশে ফেরার জন্য জোর চেষ্টা চালাচ্ছিলেন। তাহির মিয়ার সহকর্মীরা মোবাইল ফোনে তার মৃত্যুর খবর বাড়িতে জানালে পরিবারে শোকের মাতম শুরু হয়। মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য তারা (পরিবারের সদস্যরা) সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

প্রতিনিধি/এসএস