images

সারাদেশ

দর্শনা চেকপোস্ট থেকে সাবেক আ. লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি

১১ মে ২০২৫, ০৩:৩৮ পিএম

ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ মে) সকালে ভারতে যাওয়ার সময় দর্শনার জয়নগর ইমিগ্রেশন থেকে গোলাম মোর্তুজাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

নেত্রকোনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল গ্রেফতার

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

1000023901

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গোলাম মোর্তুজা রোববার সকালের দিকে দর্শনার জয়নগর ইমিগ্রেশন দিয়ে ভারতে যাবেন। সকালে তিনি চেকপোস্টে গেলে তাকে আটক করে জয়নগর ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে দর্শনা থানায় নেওয়া হয়।

1000023900

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, গোলাম মোর্তুজাকে একটি নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

প্রতিনিধি/এসএস