শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নেত্রকোনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল গ্রেফতার

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১১ মে ২০২৫, ০৩:১৫ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল গ্রেফতার
সোবায়েল আহমেদ খান

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নেত্রকোনা জেলা শহরের কাটলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


সোবায়েল আহমেদ খান জেলার পৌর শহরের কাটলী এলাকার মৃত শফিকুর রহমান খানের ছেলে।

পুলিশ জানায়, ছাত্রলীগ নেতা সোবায়েল ৫ আগস্ট হাসিনার সরকার পতনের পর থেকেই পলাতক ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গতকাল শনিবার রাতে শহরের কাটলী এলাকার নিজ বাসায় আসেন সোবায়েল। তখন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। 

রোববার সকালে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, ছাত্রলীগ নেতা সোবায়েলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নাশকতার অভিযোগে করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করে আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হবে। পরে পর্যায়ক্রমে অন্য মামলাগুলোতেও তাকে গ্রেফতার দেখানো হবে। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর