images

সারাদেশ

বগুড়ায় একদিনের ব্যবধানে ভাঙল সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

জেলা প্রতিনিধি

১০ মে ২০২৫, ০৮:৫২ পিএম

বগুড়ায় একদিনের ব্যবধানে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে।

শনিবার (১০ মে) বেলা তিনটায় জেলায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করা হয়। যা এই মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

এর আগের দিন শুক্রবার জেলায় ৩৯ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম।

thumbnail_1000026993

তিনি জানান, বগুড়ায় গরমের মাত্রা বেড়েই চলছে। ২৪ ঘণ্টার ব্যবধানে জেলায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। আজ জেলায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা  রেকর্ড করা হয়েছে  যা এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এর আগের দিন জেলায় ৩৯ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল।

আরও পড়ুন

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বিপর্যস্ত জনজীবন

এদিকে প্রচণ্ড গরমে নাকাল হয়ে পড়েছে বগুড়ার সাধারণ মানুষের জনজীবন। শ্রমজীবী মানুষ রয়েছে চরম ভোগান্তিতে। প্রখর রোদ উপেক্ষা করে যাত্রী বয়ে নিয়ে যাচ্ছে রিকশাচালকরা। সূর্যের তাপ এতই বেশি যে, খোলা আকাশের নিচে হাঁটলেও গরম বাতাস লাগছে চোখে-মুখে। যাত্রাপথে ছাতা মাথায় দিয়ে তাপ থেকে বাঁচার চেষ্টা করছেন অনেকেই। স্বস্তি পেতে শ্রমজীবী মানুষ রাস্তার পাশে জিরিয়ে নিচ্ছেন, আবার কেউ কেউ হাতেমুখে পানি দিয়ে ঠাণ্ডা হওয়ার চেষ্টা করছেন। আর শিশু-কিশোররা গরম থেকে রেহাই পেতে মাতছে জলকেলিতে।

প্রতিনিধি/এসএস