images

সারাদেশ

আব্দুল হাই হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি

১০ মে ২০২৫, ০৮:০৯ পিএম

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া বাজারের কাপড় ব্যবসায়ী আব্দুল হাই হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মে) দুপুরে চুনারুঘাট থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাওলানা শফিকুর রহমান আজাদীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন- জামায়াতে ইসলামী গাজীপুর ইউনিয়ন শাখার আমির নুরুল ইসলাম সাজল, চুনারুঘাট বাজার ব্যবসায়ী সমিতির মীর সাহেব আলী, সিরাজুল ইসলাম, সোহেল মিয়া।

আরও পড়ুন

নেত্রকোনায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৮

বক্তারা বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় এ নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, এ বছরের ১৯ এপ্রিল সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে কাপড় ব্যবসায়ী আব্দুল হাইকে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা হলে কোনো আসামি গ্রেফতার হয়নি। এ নিয়ে স্বজনদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

প্রতিনিধি/এসএস