images

সারাদেশ

গাইবান্ধায় ৪৬১ পিস ইয়াবাসহ ৩ কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৭ মে ২০২৫, ০৭:২১ এএম

গাইবান্ধা শহরের একটি বাসায় অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনীর একটি দল। এসময় ৪৬১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৬ মে) রাত ১০টার দিকে জেলা শহরের ফকিরপাড়ার সিরাজুল ইসলামের বাসায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- ফকিরপাড়ার খাইরুল এনামের ছেলে সিরাজুল ইসলাম লিখন (৩২), সাদুল্ল্যাপুর উপজেলার  গোপালপুর গ্রামের রকিবুল প্রধানের ছেলে রতন প্রধান (২৮) ও পলাশবাড়ি উপজেলার গোয়াল পাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে সুমন মিয়া (৩০)।

আরও পড়ুন

মেহেরপুরে হেরোইনসহ আটক ২

এ সময় তাদের কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৪৬১ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ২৪ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়।

এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ওইস্থানে অভিযান পরিচালনা করেছে। গ্রেফতার ব্যক্তিদের থানায় হস্তান্তর করেন তারা।

প্রতিনিধি/এসএস