মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মেহেরপুরে হেরোইনসহ আটক ২

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ০৬ মে ২০২৫, ১০:৫২ পিএম

শেয়ার করুন:

মেহেরপুরে হেরোইনসহ আটক ২

মেহেরপুরে দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা।

মঙ্গলবার (৬ মে) রাত সোয়া ৯টার দিকে মেহেরপুর জেলার সদর থানাধীন শ্যামপুর গ্রামে অভিযান পরিচালনা করে ১৩ গ্রাম হেরোইনসহ তাদেরকে আটক করেন। 


বিজ্ঞাপন


অটক ব্যক্তিরা মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর শিশিরপাড়া গ্রামের আনসার আলীর ছেলে জুন্টু মিয়া (৩৩) ও একই গ্রামের রাশিদুল ইসলামের ছেলে হৃদয় মিয়া (২১)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি গোপাল কুমার মঙ্গলবার (৬ মে) রাত সোয়া ৯ টার দিকে এক বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলার সদর থানাধীন শ্যামপুর গ্রামের স্কুল পাড়ায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পশ্চিম পাশে আমগাছ তলা হইতে ১৩ (তের) গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ জুন্টু ও হৃদয় নামের দুই অবৈধ মাদক কারবারীকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর