জেলা প্রতিনিধি
০৪ মে ২০২৫, ০৯:৫৬ পিএম
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় একটি কালভার্টে নিম্নমানের কাজ করার অভিযোগ উঠেছে জুয়েল ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় চলমান কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। তাদের বাধার মুখে দু’দিন ধরে কাজ বন্ধ রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, লেংগুরা ইউনিয়নের নাদান খালের ওপর বক্স কালভার্ট নির্মাণের উদ্যোগ নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। কাজটি পান নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার জুয়েল ট্রেডার্স। এতে কাজের ব্যয় ধরা হয়েছে ২৯ লাখ ৯৭ হাজার টাকা। যা চলতি বছরের ৩০ জুন কাজের মেয়াদ শেষ হবে।

সরেজমিন উপজেলার লেংগুরা ইউনিয়নের গোপালবাড়ি চেংগ্নী এলাকায় দেখা গেছে, নাদান খালের ওপর কালভার্টের কাজ বন্ধ রয়েছে। চারপাশে দেয়ালে বের হয়ে আছে বালু সিমেন্ট মিশ্রিত পাথর। আবার কোথাও হাত দিয়ে টান দিলেই উঠে আসছে। স্থানীয়দের অভিযোগ, এই কালভার্টে নিম্নমানের কাজ করা হয়েছে। বালু বেশি আর সিমেন্ট কম দেওয়া হয়েছে। হাত দিয়ে টান দিলে ঢালাই দেওয়া পাথর বের হয়ে আসছে।

গোপালবাড়ি গ্রামের আদিবাসী সম্প্রদায়ের সভাপতি কমল দারিং বলেন, কাজ নিম্নমানের হওয়ায় আমরা এলাকাবাসী কাজ বন্ধ রাখতে বলেছি। কাজ এখন বন্ধ রয়েছে। আর অনিয়ম করে কাজ করতে দেওয়া হবে না।
কলমাকান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস