মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিয়ানমারের নৌযান থেকে ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৪ মে ২০২৫, ০৭:৪৯ পিএম

শেয়ার করুন:

Drug

কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদীর জলসীমায় মিয়ানমারের নৌযানে ধাওয়া দিয়ে এক লাখ ১০ হাজার ইয়াবাসহ কামাল হোসেন (৪২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৪ মে) দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।


বিজ্ঞাপন


আটক কামাল হোসেন (৪২) মিয়ানমারের মংডু সুদাপাড়া ডেইলপাড়ার মৃত আব্দুল আমিনের ছেলে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান নাফ নদী দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশ করছে এমন তথ্য পাওয়া যায়। যার প্রেক্ষিতে রোববার ভোরে পরিকল্পনা অনুযায়ী নাফ নদীতে বেশ কয়েকটি কৌশলগত স্থানে বিজিবির বিশেষ নৌটহল মোতায়েন করা হয়। এ সময় নাফ নদীতে একটি নৌকার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে নৌটহল দল। এ অবস্থায় মিয়ানমারের সন্দেহজনক নৌযানটিকে সীমান্তে ধাওয়া করলে তারা মিয়ানমার অংশের নাফ নদীর আরও গভীরে চলে যায়। এ সময় নাফ নদীতে দুই মাদক বহনকারী সাঁতারুর অবস্থান শনাক্ত করে। এরপর বিজিবি নৌ-টহল দল এক মাদক বহনকারীসহ এক লাখ ১০ হাজার ইয়াবা জব্দ করে। কিন্তু অন্ধকারে আরেকজন মাদকবহনকারী দ্রুত সাঁতরে সীমান্তের অপরপাশে পালিয়ে যান। আটক ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্য যথাযথ আইনি প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

মুজিবনগর সীমান্তে শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশব্যাক করেছে বিএসএফ

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান আরও বলেন, সীমান্তাঞ্চলে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, চোরাচালান ও সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা তৎপর এবং জিরো টলারেন্স নীতির আলোকে কার্যকর অভিযান অব্যাহত রাখবে বিজিবি। জাতীয় এবং সীমান্ত নিরাপত্তায় বিজিবির এই ধরনের অপারেশনাল পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর