বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০১ মে ২০২৫, ০৮:২৩ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বহুল প্রত্যাশিত ৫ম সমাবর্তন ভালোভাবে বাস্তবায়নের জন্য ১৯টি উপ-কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) ১৯টি উপ-কমিটি গঠনের বিষয়টি জানিয়েছেন চবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও ৫ম সমাবর্তন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী।
উপ-কমিটিগুলো হলো:
১. রাস্তাসমূহ মেরামত/সংস্কার ও উন্নয়ন কমিটি। ২. পরিচ্ছদ কমিটি। ৩. স্যুভেনির কমিটি। ৪. বাজেট কমিটি। ৫. সনদ কমিটি। ৬. প্রচার ও প্রকাশনা কমিটি। ৭. প্যান্ডেল, সাজ-সজ্জা ও আসন ব্যবস্থাপনা কমিটি। ৮. পরিবহন কমিটি। ৯. আপ্যায়ন কমিটি। ১০. র্যালি ও অভ্যর্থনা কমিটি। ১১. সমাবর্তন অনুষ্ঠান কমিটি। ১২. উপস্থাপনা কমিটি। ১৩. শৃঙ্খলা কমিটি। ১৪. ক্রেস্ট ও সম্মাননা স্মারক কমিটি। ১৫. স্পন্সর কমিটি। ১৬. সফটওয়্যার ক্রয় কমিটি। ১৭. কোর কমিটি। ১৮. ডি.লিট কমিটি। ১৯. সমন্বয়/সহায়ক কমিটি।
ড. পাটওয়ারী বলেন, চবির ৫ম সমাবর্তনকে ভালোভাবে সম্পন্নের জন্য আমরা ১৯টি উপ-কমিটি গঠন করেছি। প্রতিটা কমিটি আপ্রাণ চেষ্টা করছে, শিক্ষার্থীদের একটি সুন্দর সমাবর্তন উপহার দিতে।
উল্লেখ্য, প্রায় ৯ বছর পর ১৪ মে (বুধবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন। এতে ২২ হাজার ৫৬০ জন শিক্ষার্থী অংশ নিবেন। এর আগে ১৯৯৪, ১৯৯৯, ২০০৮ এবং ২০১৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল।
প্রতিনিধি/এসএস