বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০১ মে ২০২৫, ০৪:৩৯ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসউদের বাসায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ সময় বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। অন্তত ৪টি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, রাতে ওই ঘটনার পরপরই স্যার আমাকে কল দিয়েছিলেন, আমি উনাকে বাসা থেকে বের হতে না করেছিলাম। পরে পুলিশ আসলে তারা বের হন। তার বাসায় অসুস্থ বাবা, ছোট ছোট বাচ্চা ছিল। তারা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তবে তারা সবাই সুস্থ আছে। স্যারের নিরাপত্তার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। আর আমরা কোনো ক্লু পেলে তাদেরকে লজিস্টিক সাপোর্ট দিতে পারব।
সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার লিখেছেন, আমাদের জুলাই বিপ্লবের সহযোদ্ধা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্যারের বাসায় ককটেল ফাটিয়ে প্রমাণ করল এই শহর আমাদের জন্য কতটা অনিরাপদ। স্যার আফসোস করে বলছিলেন ছোট থেকে এখানে বেড়ে উঠলাম, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতাম তখনও কেউ এই সাহস পায়নি। আর এখন এই ঘটনা ঘটল।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির সঙ্গে এমন হলে আমাদের শিক্ষার্থী ভাইবোনের জন্য কতটা অনিরাপদ এই শহর।
উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খান লিখেছেন, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি! ভেবেছিলাম বাড়ির গেটে কিংবা গেটের বাইরে, কিন্তু গিয়ে দেখলাম একেবারে বাড়িতে হামলা হয়েছে! গতকালই উনার অসুস্থ বাবা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় এসেছেন। জানি না শেষ কবে একজন শিক্ষকের নিজ বাড়িতে রাতের আঁধারে এভাবে সন্ত্রাসী হামলা হয়েছে! আমরা শঙ্কিত, স্তম্ভিত।
![]()
এ বিষয়ে উপাচার্য ড. সালেহ্ হাসান নকীব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, এই প্রশাসন একটা টিম। এখানে কারও ওপর অন্যায় আঘাত, সবার ওপর আঘাত। আমরা এই স্পিরিট ধারণ করি। প্রফেসর ইফতিখারুল আলম মাসউদের বাসভবনের গেইটে ককটেল ছোড়া হয়েছে - কথাটি ঠিক নয়। সরাসরি তার বাসায় ছোড়া হয়েছে। অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে। শাস্তি পেতে হবে।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) নির্বাচন নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বিশ্ববিদ্যালয়ে। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী অ্যালামনাসরা নির্বাচন বর্জন করেছে। তবে ড. মাসউদ নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন।
প্রতিনিধি/এসএস