জেলা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৫, ০৭:২৫ পিএম
পিরোজপুরে গভীর রাতে এক বাড়ির দু’টি ঘরে সিঁধ কেটে ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার ৫ নম্বর টোনা ইউনিয়নের চলিশা গ্রামের ১ নম্বর ওয়ার্ডের গাজী ওমর ফারুকের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির সিঁধ ও জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী গাজী মো. ফিরোজ এই প্রতিবেদককে জানান, শনিবার রাত তিনটার দিকে ৮ থেকে ১০ জনের ডাকাত দল আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সব সদস্যকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এ সময় তারা সব রুমে প্রবেশ করে আলমারি ও ওয়্যারড্রপ ভাঙচুর করে ২ ভরি স্বর্ণালংকার, আনুমানিক নগদ ৪ লাখ ১৫ হাজার টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।
গাজী ওমর ফারুক বলেন, ডাকাতির দিন রাতে আমি ঢাকা ছিলাম। সকালে আমার ছোট ভাই আমাকে ফোন দিয়ে বলে আমাদের ঘরে ডাকাতি হয়েছে। তাই আমি দ্রুত ঢাকা থেকে পিরোজপুর বাসায় চলে আসি।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি তাদের ভাষ্যমতে দু’টি ঘর থেকে আনুমানিক ৪ লাখ ১৫ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি।
প্রতিনিধি/এসএস