ফেনীর পরশুরামে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি-কাপড় জব্দ ও একজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) রাতে পৌরসভার দক্ষিণ কোলাপাড়া গ্রামের শরীফ দেওয়ান বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
যৌথ অভিযান সূত্র জানায়, শরীফ দেওয়ান বাড়ির একটি ঘরে ৪০ গাইড ভারতীয় শাড়ি কাপড় মজুদ রাখার খবর পেয়ে অভিযান পরিচালনা করেন যৌথ বাহিনীর সদস্যরা। অভিযানে প্রায় ১১ লাখ টাকার শাড়ি-কাপড় ও এসব মালামাল পরিবহনে ব্যবহৃত ৪ লাখ টাকা মূল্যের একটি সিএনজি জব্দ করা হয়। চোরাচালানের সঙ্গে জড়িত মফিজ দেওয়ান (৪০) নামে একজনকে গ্রেফতার করা হয়।
যৌথ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে নেতৃত্ব দেন ফুলগাজী ক্যাম্পে দায়িত্বরত মেজর মো. তাহসীনুল হক খান ও পুলিশের পক্ষে পরশুরাম মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক শরীফ হোসেন।
পুলিশ জানিয়েছে, বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় একজনকে গ্রেফতার দেখানো হয়েছে। শরীফ দেওয়ান (৩৫) নামে অপর আসামি পালিয়ে গেছে।
বিজ্ঞাপন
পরশুরাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
প্রতিনিধি/এসএস

