images

সারাদেশ

গোপালগঞ্জে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৩ এপ্রিল ২০২৫, ০৮:৪২ এএম

গোপালগঞ্জে পৃথক দুটি অভিযানে ১১ কেজি গাঁজা, নগদ ১ লাখ ৫ হাজার টাকা ও গাঁজা পরিমাপের ডিজিটাল নিক্তিসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (২২ এপ্রিল) সদর উপজেলার বড় গোপীনাথপুর গ্রাম এবং নখড়ির চরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন— বড় গোপীনাথপুর গ্রামের কামরুল শরীফের স্ত্রী সোনিয়া বেগম (৩৬) এবং নখড়ির চর গ্রামের মৃত হালিম শেখের ছেলে মো. ওবায়দুল (৩৩)।

গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম সদর উপজেলার বড় গোপীনাথপুর গ্রামে মাদক ব্যবসায়ী কামরুল শরীফ ও সোনিয়া বেগমের বাড়িতে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে কামরুল শরীফ পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রী সোনিয়া বেগমকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। কামরুল শরীফের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

 

অপরদিকে, একই দিন সকালে সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নখড়ির চর গ্রামে অভিযান চালিয়ে ওবায়দুলকে এক কেজি গাঁজা, ১ লাখ ৫ হাজার টাকা ও গাঁজা পরিমাপের ডিজিটাল নিক্তিসহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/টিবি