মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নাসিরনগরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৫, ০৯:১২ পিএম

শেয়ার করুন:

নাসিরনগরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ২ কেজি গাঁজাসহ মো. রুস্তম আলী (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের ধরমণ্ডল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার রুস্তম হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঘনেশপুর গ্রামের আকবর আলীর ছেলে।

নাসিরনগর থানার ওসি মো. খাইরুল আলম জানান, বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানা পুলিশের একটি দল ধরমণ্ডল গ্রামের জনৈক আয়াত আলীর বাড়ির সামনের সড়ক থেকে অভিযান চালিয়ে মাদক কারবারি রুস্তমকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। এ সময় তার কাছ একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

ওসি আরও জানান, রুস্তমের বিরুদ্ধে হবিগঞ্জের চুনারুঘাট থানায় মাদক, চুরি ও দস্যুতার অভিযোগে ৭টি মামলা রয়েছে। তাকে বিরুদ্ধে নাসিরনগর থানায় নিয়মিত মামলা রজু করা হয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর