জেলা প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, ০২:৪৭ পিএম
চীনের অর্থায়নে ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল’ নির্মাণের দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বাসস্ট্যান্ড চীনা ব্যবসায়ীর কবরের সামনে এ মানববন্ধন করেন সর্বস্তরের জনগণ।
![]()
এতে বক্তব্য দেন, ব্যবসায়ী সাইদুর রহমান, শ্রমিক নেতা আল আমীন হাওলাদার, বিডি ক্লিন সমন্বয়কারী মারজান, সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য প্রমুখ।
এসময় বক্তারা বলেন, চীন সরকার বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে। যার একটি বরিশাল বিভাগের ঝালকাঠির নলছিটিতে করার জন্য জোর দাবি জানাচ্ছি। কেননা এখানে একজন চীনা ব্যবসায়ী কাজে এসে মারা যান এবং তাকে নলছিটির বাসস্ট্যান্ডে কবর দেওয়া হয়। এটা নলছিটিবাসীর কাছে চায়না কবর নামে পরিচিত। এটি নলছিটির ঐতিহ্যের সঙ্গে মিলে মিশে আছে। মানববন্ধন শেষে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের কাছে বাংলাদেশে চায়না দূতাবাসে স্মারকলিপি প্রদান করা হয়।
প্রতিনিধি/এসএস