images

সারাদেশ

সিদ্ধিরগঞ্জে পাটবোঝাই চলন্ত ট্রাকে আগুন

জেলা প্রতিনিধি

২০ এপ্রিল ২০২৫, ০৮:১৮ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পাটবোঝাই করা একটি চলন্ত ট্রাকে আগুন লেগেছে। খবর পেয়ে নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (২০ এপ্রিল) মধ্য রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, একটি পাটবোঝাই ট্রাক জালকুড়ি খিরত আলী স্কুলের সামনে পৌঁছানোর পর হঠাৎ করে আগুন ধরে যায়। ট্রাকে থাকা পাটের আগুন পেছনে থাকা একটি মাইক্রোবাসেও ছড়িয়ে পড়ে। এতে মাইক্রোবাসটির অনেকাংশই পুড়ে যায়। এ সময় ট্রাকটি সড়কের পাশে থাকা খালে গাড়ি নামিয়ে দেন চালক।

মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান বলেন, একটি পাটবোঝাই ট্রাকে আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা কিছু বলতে পারেনি। ট্রাকের চালককে আহত অবস্থা হাসপাতালে পাঠানো হয়েছে।