মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খুলনায় পাট বোঝাই ট্রাকে আগুন

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৪, ০৩:৪৮ পিএম

শেয়ার করুন:

খুলনায় পাট বোঝাই ট্রাকে আগুন

খুলনায় পাট বোঝাই একটি চলন্ত ট্রাকে আগুন লেগে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে। 

বুধবার (১৭ জুলাই ) দুপুরে খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের এম এম কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়ি-ঘর ভাঙচুর

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও ফুলতলা থানার পুলিশ ঢাকা মেইলকে জানায়, জয়নাব থেকে পাট নিয়ে ফুলতলা বাজারে যাচ্ছিল এ ট্রাকটি। পাট বোঝাই পরিবহনটি এম এম কলেজ মোড়ে পৌঁছলে হঠাৎ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মহাসড়কের ওপর থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে পাটের সংঘর্ষ হলে একটা শর্ট সার্কিট হয় এবং তা থেকেই এই অগ্নিকাণ্ড ঘটে বলে নিশ্চিত করে ফায়ার সার্ভিস।
 
খবর পেয়ে খানজাহান আলী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হয়।

আরও পড়ুন: নওগাঁয় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) লিডার আব্দুর রব মাসুম ঢাকা মেইলকে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পাট বোঝাই ট্রাকের আগুন নিভাতে সক্ষম হই। আগুনে প্রায় ৭–৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে আমার ধারণা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর