জেলা প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৭ পিএম
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে অপহরণ হওয়া ইজিবাইকসহ চালককে উদ্ধার করেছে যৌথবাহিনী। এসময় ছিনতাই করা গাড়িও উদ্ধার হয়েছে।
মহেশখালী থানার ওসি কায়ছার হামিদ জানিয়েছেন, শুক্রবার মধ্যরাতে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দারাখাল ব্রিজ এলাকায় নৌবাহিনী ও পুলিশ এ যৌথ অভিযান অভিযান চালায়। উদ্ধার হওয়া ওমর ফারুক (৪২) পেশায় ইজিবাইক চালক।
তবে অভিযানকালে অপহরণকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
ওসি কায়ছার হামিদ বলেন, শুক্রবার রাত ৯টার দিকে মহেশখালী উপজেলার কালারমারছড়া বাজারে ওমর ফারুক ইজিবাইকসহ যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এক পর্যায়ে অজ্ঞাত দুই ব্যক্তি মাতারবাড়ী যাওয়ার জন্য গাড়িটি ভাড়া করেন। পরে তাদের বহনকারী গাড়িটি মাতারবাড়ী দারাখাল ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে অজ্ঞাত ১০/১২ জন লোক গাড়িটি গতিরোধ করে থামায়। এসময় গাড়িটিসহ চালককে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে গাড়ির চালককে জিম্মি করে স্বজনদের কাছে অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল ফোনে কল করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এমনকি বিকাশের মাধ্যমে দুর্বৃত্তদের কাছে স্বজনরা ১০ হাজার টাকা মুক্তিপণের টাকাও আদায় করেছে। খবরটি নৌবাহিনীর সদস্যরা জানার পর পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ও নৌবাহিনীর একটি যৌথদল ঘটনাস্থলে অভিযান চালায়।
ওসি বলেন, রাতেই যৌথবাহিনীর সদস্যরা দুইটি দলে ভাগ হয়ে মাতারবাড়ী নতুন বাজার, নতুন ব্রিজ, পাওয়ার প্ল্যান্ট ও লবণ মাঠসহ তৎসংলগ্ন আশপাশের এলাকায় দুই দিক থেকে অভিযান শুরু করে। এতে ঘটনাস্থলে পৌঁছলে যৌথবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যেতে সক্ষম হন।
এসময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ইজিবাইকসহ চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি বাদী হয়েছে থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
প্রতিনিধি/এসএস