মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এতিম ম্রো শিক্ষার্থী অপহরণ, চিন্তিত স্বজনরা

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫, ০৯:১৫ পিএম

শেয়ার করুন:

এতিম ম্রো শিক্ষার্থী অপহরণ, চিন্তিত স্বজনরা

খাগড়াছড়ি থেকে অপহৃত পাঁচ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মধ্যে রয়েছেন বান্দরবানের আলিকদম উপজেলার সীমান্ত এলাকার এতিম লংঙি ম্রো। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

লংঙি ম্রোর বাড়ি বান্দরবান জেলার আলিকদম উপজেলার কুরুক পাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিয়াদুই পাড়ায়, যা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী একটি দুর্গম এলাকা।


বিজ্ঞাপন


পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাই ও দুই বোনের মধ্যে লংঙি তৃতীয়। তার বাবা গত বছর মারা যান, ফলে তিনি এতিম। বড় ভাই লেখাপড়া না করে জুমচাষ করে ছোট ভাই লংঙিকে উচ্চশিক্ষা পড়াশোনা করাচ্ছেন।

IMG-20250418-WA0006

কুরুক পাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, এলাকাটি খুবই দুর্গম। আলিকদম থেকে গাড়িতে এক ঘণ্টায় পোয়ামুহুরী, সেখান থেকে একদিন পায়ে হেঁটে গিয়ে নিয়াদুই পাড়ায় পৌঁছাতে হয়। লংঙি ম্রোর অপহরণের খবর আমরা তার মা ও ভাইকে জানিয়েছি। ম্রো সম্প্রদায়ের লোকজন খুবই চিন্তিত বলে জানিয়ে অবিলম্বে সব শিক্ষার্থীর মুক্তি দাবি করেছেন তিনি।

অপহৃত অন্য শিক্ষার্থীরা হলেন—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের মৈত্রী ময় চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশন চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা এবং চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরা। তারা সবাই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


বিজ্ঞাপন


আরও পড়ুন

কিশোরগঞ্জে লক্ষ্মীনারায়ণের দোকানসহ ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

উল্লেখ্য, ১৬ এপ্রিল সকালে কুকিছড়া থেকে খাগড়াছড়ি সদরে যাওয়ার পথে গিরিফুল নামক এলাকায় একটি টমটম থামিয়ে পাঁচ শিক্ষার্থী ও চালককে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়া হয়। পরে চালককে ছেড়ে দেওয়া হলেও শনিবার সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীদের মুক্তি দেওয়া হয়নি বলে জানা গেছে।

thumbnail_IMG-20250418-WA0005

ম্রো সোশ্যাল কাউন্সিলের চেয়ারম্যান রাংলাই ম্রো বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে কেন কি কারণে অপহরণ করা হয়েছে জানা নেই।  ম্রো সোশ্যাল কাউন্সিলের পক্ষ থেকে অবিলম্বে অপহৃত সব শিক্ষার্থীর সুস্থ শরীরে নিঃশর্তভাবে মুক্তি দাবি করেন তিনি।

এছাড়াও বান্দরবানের ম্রো সম্প্রদায়ের নেতারা উদ্বেগ প্রকাশ করে লংঙি ম্রোসহ পাঁচ শিক্ষার্থীর সন্ধান ও নিরাপদ মুক্তির দাবি জানিয়েছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর