জেলা প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, ০৭:৪৫ এএম
প্রতিদিনের অসহনীয় ক্যানসারের যন্ত্রণায় ক্লান্ত আমেনা বেগম (৬০) নামে এক মায়ের জীবনের করুণ পরিণতি ঘটল বিষপানে আত্মহত্যার মাধ্যমে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের বাসিন্দা আমেনা বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পরিবার সূত্রে জানা গেছে, আমেনা বেগম দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। শরীরের ক্রমাগত দুর্বলতা, সীমাহীন কষ্ট এবং চিকিৎসার ব্যয়ভার—সব মিলিয়ে দিন দিন ভেঙে পড়ছিলেন তিনি। একসময় জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন এই হতভাগিনী নারী।
গত ১৭ এপ্রিল সকালে অতিরিক্ত যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি বিষপান করেন। তাৎক্ষণিকভাবে স্বামী হাবিল সিকদার ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেন।
কিন্তু সেই চিকিৎসা আর মৃত্যুর সঙ্গে লড়াই করতে পারেনি। বিকেল চারটার দিকে নিজ বাড়িতে চিরবিদায় নেন এই নারী।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহজালাল আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রতিনিধি/এসএস