মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নোয়াখালীতে জমি নিয়ে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৩৩ এএম

শেয়ার করুন:

নোয়াখালীরতে জমি নিয়ে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে আবুল কাশেম (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে দেওটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড গুনশিং এলাকার আমিন উদ্দিন মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, গুনশিং এলাকার আমিন উদ্দিন মিঝি বাড়ির আবুল কাশেমের সঙ্গে একই বাড়ির ফজলুল হক চৌধুরীর স্ত্রী সেলিনা আক্তারে সঙ্গে বাড়ির উঠানের সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এই নিয়ে বৃহস্পতিবার বিকেলে কাশেমের সঙ্গে সেলিনা আক্তারের বাকবিতর্ক হয়। এসময় আবুল কাশেম লাঠি নিয়ে সেলিনা আক্তারের দিকে এগিয়ে গেলে সেলিনা আক্তারের মেয়ে হীরা ও আলো আবুল কাশেমের মাথায় বাড়ি দেয়। এতে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়ে কাশেম।

আরও পড়ুন

ঝিনাইদহে ট্রাক উল্টে নিহত ১

পরে পরিবারের লোকজন কাশেমকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল কাশেমকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম জানান, মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আবুল কাশেম প্রথমে অচেতন হয় এবং পরে মারা যায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে জড়িতদের আইনের আওতায় আনা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর